জন্ম নিবন্ধন সংশোধন (birth certificate correction)করতে চান ? আপনার জন্ম নিবন্ধন ভুল রয়েছে? চিন্তার কোন কারণ নেই । আপনি অনলাইনে নিবন্ধন সংশোধন করার আবেদন করতে পারবেন। আজকে কীভাবে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করতে পারবেন, অনলাইনে কিভাবে আবেদন করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি এই পোস্টটি আপনার অনেক উপকারে আসবে।
এক নজরে সম্পূর্ণ দেখুন |
১. জন্ম নিবন্ধন করতে কত টাকা লাগে ? |
১.ক. জন্ম নিবন্ধনের সংশোধন ফি। |
২. অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য কি কি কাগজ পত্র লাগে। |
২.ক. জন্ম নিবন্ধনে বয়স সংশোধন। |
২.খ. জন্ম নিবন্ধনে নাম সংশোধন। |
২.গ. ইংরেজীতে নাম সংশোধন। |
২.ঘ. জন্ম নিবন্ধনে পিতা/মাতার নাম সংশোধন। |
২.ঙ. অন্যান্য তথ্য সংগ্রহ। |
৩. অনলাইনে জন্ম নিবন্ধন করার নিয়ম। |
৪. জন্ম নিবন্ধন সংশোধন সংক্রান্ত বিভিন্ন তথ্য । |
৫. জন্ম নিবন্ধন নিয়ে আরো তথ্য । |
জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে
বাংলাদেশ সারকার গেজেট অনুযায়ী নতুন জন্ম নিবন্ধন সংশোধন ফি নির্ধারন কার হয়েছে। জন্ম নিবন্ধন সংশোন করতে কাত টাকা লগে তা নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
জন্ম নিবন্ধন সংশোধন ফি
আবেদনের ধরন | দেশে | বিদেশে |
তথ্য সংশোধন ফি | ১০০ টাকা | ২ ডলার |
জন্ম তারিখ ব্যতীত, পিতার নাম,মাতার নাম,ঠিকানা অন্যান্য তথ্য সংশোধন | ৫০ টাকা | ১ ডলার |
বাংলা ও ইংরেজী উভয় ভাষায় তথ্য সংশোধনের সনদ পর কপি সরবরাহ | বিনা ফিসে | বিনা ফিসে |
বাংলা ও ইংরেজী উভয় ভাষায় নকল কপি সরবরাহ | ৫০টাকা | ১ ডলার |
জন্ম নিবন্ধন সংশোধন এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ
জেনে নেই জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি লাগে ? সংশোধনের জন্য আবেদনের ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন কাগজ পত্র পয়োজন হতে পারে।
জন্ম নিবন্ধন নাম সংশোধন করার নিয়ম
জন্ম নিবন্ধন নাম সঠিক করার জন্য অনলাইনে আবেদন করতে হবে। এই ক্ষেত্রে উপর্যুক্ত প্রমান পত্রসহ সাবমিট করলে ১৫ কার্যদিবসের মধ্যে আবেদনটি অনুমোদন হয়ে যাবে।
বর্তমানে জন্ম নিবন্ধন এ নাম সংশোধন করতে বয়স অনুযায়ী ভিন্ন ভিন্ন ডকুমেন্ট প্রয়োজন হয়। নাম সংশোধনের জন্য অবেদন কারীর টিকার কার্ড, ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা টিন সার্টিফিকেট প্রমানপত্র হিসেবে সাবমিট করা প্রয়োজন।
জন্ম নিবন্ধন বয়স সংশোধন করার নিয়ম
জন্ম নিবন্ধন বয়স সংশোধন কারার জন্য একই নিয়মে অনলাইনে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে উযুক্ত প্রমানপত্র সংযুক্ত করে আবেদনটি সাবমিট করতে হবে।জন্ম নিবন্ধন এ বয়স সংশোধন করতে প্রয়োজনীয় প্রমানপত্র অবেদন কারীর টিকার কার্ড, ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা টিন সার্টিফিকেট প্রমানপত্র হিসেবে সাবমিট করা প্রয়োজন।
অনলাইনে জন্ম নিবন্ধন ইংরেজী তথ্য সংশোধন
আমাদের পূর্বের জন্ম নিবন্ধন গুলোতে ইংরেজী তথ্য আপডেট করা ছিল না। পর্বের জন্ম নিবন্ধন গুলো ছিলো হাতে লিখা । পরবর্তীতে অনলাইনে আবেদন করার সময় ইংরেজী তথ্য আপলোড করার সযোগ রাখা হয়।
যারা অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করেন নি তারা আবেদনের সময় তথ্য সংযোগ করে নিবেন। ও যারা অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করবেন তখন আপনি আপনার ইংরেজী তথ্য আপডেট করে নিতে পারবেন। সকল ধরনের তথ্য পরিবর্তন, সংযেজন ও বিয়োজনকে সংশোধন হিসেবে ধরা হয়। তাই অনলাইনে তথ্য সংশোধন আবেদন করে এই কাজটি করে নিতে পারবেন।
জন্ম নিবন্ধনে পিতা-মাতার নাম সংশোধন করার নিয়ম
পিতা ও মাতার নাম সংশোধনের ক্ষেত্রে বিষয়টি সহজ বা জটিল হতে পারে । পিতা ও মাতার নাম সংশোধনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পরিস্থিতি অনুযায়ী ভিন্ন হতে পারে । নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো ।
পিতা- মাতার জন্ম নিবন্ধন আছে কি না?
প্রথম ধাপঃ প্রথমে দেখতে হবে পিতা মাতার জন্ম নিবন্ধন ডিজিটাল আছে কি না? যদি থাকে তাহলে আপনি আপনার আবেদনটি অনলাইনে করতে পারেন। যদি না থাকে তাহলে পূর্বে পিতা-মাতার জন্ম নিবন্ধন করতে হবে। পিতা-মাতার জন্ম নিবন্ধনে কোন ভুল পরিলক্ষীত হলে তা পূর্বের নিয়ম অনুযায়ী সংশোধন করে নিন।
এরপর আপনার জন্ম নিবন্ধন করার সময় যদি পিতা-মাতার জন্ম নিবন্ধন নম্বর দিয়ে থাকেন তা আপনাা জন্ম নিবন্ধনে সংশোধিত নাম দেখাবে।আপনি জন্ম নিন্ধনটি পূণমূদ্রণ আবেদন করে পূণমূদ্রণ করিয়ে নিলেই হবে। আর আপনি যতি পিতা মাতার জন্ম নিবন্ধন নাম্বার না দিয়ে থাকেন তাহলে, আপনার জন্ম নিবন্ধনের সাথে পিতা মাতার জন্ম নিবন্ধন ম্যাপ করে নিতে হবে।ম্যাপ করে নিয়ে পূণমূদ্রণ করে নিলেই আপনার পিতা মাতার নাম সংশোধন দেখা যাবে।
পিতা-মাতা জীবিত হলে
যদি আপনার পিতা-মাতা জীবিত থকেন ও তাদের জন্ম নিবন্ধন না করা থাকে এ ক্ষেত্রে আপনার বয়স যদি ০১/০১/২০০১ এর পর হয় তাহলে আগে পিতা-মাতার জন্ম নিবন্ধন কতে হবে। পিতা-মাতার জন্ম নিবন্ধন পূণমূদ্রণ করে নিলেই আপনার জন্ম নিবন্ধন সংশোধনে পিতা মাতার নাম ঠিক করতে পারবেন।
আর যদি আপনার জন্ম তারিখ ০১/০১/২০০১ এ পূর্বে হয় তাহলে নিবন্ধন সংশোধন করতে আপনার পিতা মাতার জন্ম নিবন্ধন কপি বাধ্যতামূলক নয়।
পিতা-মাতা মৃত হলে
যদি আপনার জন্ম তারিখ ০১/০১/২০০১ এর পর হয় ও পিতা মাতার জন্ম সনদ না থাকে। তাহলে আপনি জন্ম নিবন্ধন সংশোধনে গিয়ে আপনা পিতা-মাতার নাম সংশোধন করে নিতে পরবেন। তবে আপনার পিতা মাতার মৃত্যু সনদ বাধ্যতামূলক।
অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার পদ্ধতি
অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করার জন্য অবশ্যই আপনার নিবন্ধনের তথ্য অনলাইনে থাকতে হবে।অনলাইনে নিবন্ধন সংশোধন করার জন্য সংশোধিত তথ্য সংযুক্ত করুন । প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে আবেদনটি সম্পূর্ণ করুন । সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনার আবেদন যাচাই বাছাইয়ের পর আপনাকে শুনানির জন্য ডাকবে। তখন আপনার প্রয়োজনীয় কাগজপত্র অথবা প্রমাণপত্র দেখানোর পর আপনার আবেদনটি অনুমোদন করা হলেই নিবন্ধন সংশোধন হবে।
প্রথম ধাপ:- প্রথমে এই ওয়েবসাইটে ভিজিট করুন। এখানে নিচের মত একটি পেজ আসবে ।
সেখানে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন মেনুতে ক্লিক করুন।
সেখানে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন মেনুতে ক্লিক করুন।
দ্বিতীয় ধাপ:-
বক্সে আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর টি লিখুন । এবং জন্ম তারিখের ঘরে সিলেক্ট করে সেখানে জন্ম তারিখ বসান।
এবার অনুসন্ধান করুন নিচে আপনার আইডি নং,নাম এবং জন্ম তারিখ সহ দেখাবে।
তারপর নির্বাচন করুন অপশনে ক্লিক করুন
তৃতীয় ধাপ:-
এবার নিচে নিবন্ধন কার্যালয়ের ঠিকানা বাছাই করতে হবে । আপনি যে ইউনিয়ন বা পৌরসভায় জন্মগ্রহণ করেছেন, সেখানে আপনার দেশ, বিভাগ ,জেলা, সিটি কর্পোরেশন ,উপজেলা সিলেক্ট করে আপনি যে পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন করেছিলেন তা বাছাই করুন।
জন্ম নিবন্ধনের তথ্য বাছাই
এই পেজে, আপনি যে তথ্যগুলো সংশোধন করতে চান তা এই পেজের অপশন গুলো তে আপনার চাহিদা শুদ্ধভাবে লিখুন। নিচের ছবিতে দেখুন কিভাবে সংশোধন করার জন্য তথ্য যুক্ত করবেন। মনে করুন আপনি নাম সংশোধন করতে চান তাহলে বিষয় এর পাশে ড্রপডাউন থেকে নাম বাংলায় সিলেক্ট করুন। তারপর নাম ইংরেজিতে সিলেক্ট করুন । এভাবে আপনি যেই যেই তথ্য সংশোধন করতে চান তা প্রত্যেকটি আলাদা আলাদা বক্স নিয়ে লিখুন
মনে রাখবেন জন্ম নিবন্ধন তথ্য মোট চারবার সংশোধন করা যায়। তাই জন্ম নিবন্ধন সংশোধনের তথ্য দেওয়ার সময় খুব সতর্কতার সঙ্গে তথ্য প্রদান করবেন যাতে ভুল না হয়। কোন তথ্য ভুল হলে পূনরায় আপনাকে আবেদন করতে হবে।
এরপর, নিবন্ধন সংশোধনী আবেদনকারীর জন্মস্থান স্থায়ী ও বর্তমান ঠিকানা জেলা-উপজেলা সিলেক্ট করুন ।
তারপর ঠিকানা বর্তমান জন্ম নিবন্ধন কিভাবে আছে ঠিক সেভাবে প্রদান করুন।
নিচের ছবিতে দেখুন কি কি তথ্য আপনাকে পূরণ করতে হবে।
আবেদন সম্পন্ন
এরপর এমন একটি পেজ আসবে। আবেদনকারীর ব্যক্তির সহিত সম্পর্ক যদি আবেদনকারী নিজে হয় তাহলে নিজ দিতে হবে । যদি আবেদনকারীর পিতা-মাতা বা অন্য কেউ হয় তাহলে সেই সম্পর্ক টি সিলেক্ট করতে হবে। নিচে আবেদনকারীর নামের জায়গায় আবেদনকারীর নাম লিখতে হবে। এবং ঠিকানা দিতে হবে । ফোন নম্বর স্থানে ফোন নম্বর দিতে হবে । যদি পিতা-মাতা ব্যতীত কেউ আবেদন করে, তাহলে তার জন্ম নিবন্ধন নম্বর এবং জাতীয় পরিচয় পত্র নম্বর দিতে হবে। নিচে আরেকটি অপশন দেখা যাচ্ছে সংযোজন। সংযোজন অপশনটিতে যে সকল প্রমান পত্র লাগবে তা স্ক্যান করে আপলোড করতে হবে। আপনার মোবাইলে তোলা ছবি দিতে পারবেন । তবে অবশ্যই ছবি সুজাসুজি হতে হবে কোন পাশে বড় ছোট অথবা আশে পাশে অন্ধকার যেন না হয়। তারপর পেমেন্ট অপশনে অবশ্যই ফি আদায় সিলেক্ট করুন । সবকিছু ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করুন।
জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন অবস্থা
জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন অবস্থা জানার জন্য আপনাকে ভিজিট করতে হবে https://bdris.gov.bd/br/application/status এই ওয়েবসাইটে। ভিজিট করলে নিচের মত একটি পেজ আসবে।
আবেদনের ধরন সিলেক্ট করুন।অ্যাপ্লিকেশন আইডি দিন ও জন্মতারিখ বাছাই করুন ।
সবশেষে দেখবেন দেখুন বাটন এসেছে ওখানে ক্লিক করে আবেদন অবস্থা জানতে পারবেন।
নিবন্ধন সংশোধন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: জন্ম নিবন্ধন সংশোধন করতে সাধারণত কত দিন লাগে ?
উত্তর: জন্ম নিবন্ধন সংশোধন করতে সাধারণত পাঁচ থেকে সাত দিন সময় লাগতে পারে।
প্রশ্ন: জন্ম নিবন্ধন সংশোধন ফরম কোথায় জমা দিতে হবে?
উত্তর: অনলাইনে আবেদনের পর জন্ম নিবন্ধন সংশোধনের ফরমটি আপনার ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন অফিসে জমা দিতে হবে।
কিভাবে জন্ম নিবন্ধন সংশোধন করা যায়?
জন্ম নিবন্ধনে ভুল সংশোধন করার জন্য প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে https://bdris.gov.bd/br/correction যেতে হবে। তারপর নিবন্ধনের তথ্য সংশোধন মেনুতে গিয়ে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন আইডি সংগ্রহ করতে হবে এবং সংশোধনের আবেদন পত্রটি A4 সাইজে প্রিন্ট করতে হবে আবেদনপত্রটি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন অফিসে প্রয়োজনীয় প্রমাণপত্রসহ জমা দিতে হবে ।
জন্ম নিবন্ধন নিয়ে আরো কিছু তথ্য দেওয়া হল
১. অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম ।
২. জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম ।
৩. অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই।
৪. অনলাইনে জন্ম নিবন্ধন এর নাম বাংলা থেকে ইংরেজিতে করার নিয়ম।
৫. অনলাইনে জন্ম নিবন্ধন না থাকলে কি করতে হয়?
৬. জন্ম নিবন্ধন হারিয়ে গেলে করণীয় কি?
৭. জন্ম নিবন্ধন প্রতিলিপির জন্য আবেদন।
1 thought on “জন্ম নিবন্ধন সংশোধন অনলাইন (birth certificate correction) । www.bdris.gov.bd.com”