আপনি যদি নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে চান তাহলে এই পোষ্ট টি আপনার কাজে আসবে। কারণ অনলাইনে কিভাবে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন ফরম পূরণ করতে হয় এবং কী কী কাগজ পত্র সংযুক্ত করতে হয় ও নির্ভুলভাবে কীভাবে জন্ম নিবন্ধন আবেদন করবেন তা ছবি সহ নিচে বিস্তরিত দেখানো হলো।
বর্তমানে অন্যান্য দেশের মতো বাংলাদেশে ডিজিটাল ভাবে অনলাইনের মাধ্যমে নতুন জন্ম নিবন্ধন কার্যক্রম চালু করেছে সরকার। যাতে সাধারন মানুষ খুব সহজে নতুন জন্ম নিবন্ধনের সেবা গ্রহণ করতে পারে। তাই বর্তমানে হাতে লেখা জন্ম নিবন্ধনের আবেদন ফরম দিয়ে আবেদন করা যায় না। সে জন্য আপনাকে অবশ্যই অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন ফরম পূরণ করতে হবে।
নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন ফরম পূরণ করতে যা যা করতে হবে
১. অনলাইনে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন ফরম পূরণ।
২. নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন ফরম পূরণ করতে যা যা লাগবে প্রয়োজনীয় তথ্য এবং কাগজপত্র সংগ্রহ ।
৩. আবেদনকারীর জন্মস্থানের ঠিকানা ও ব্যাক্তি পরিচিতি ।
৪. পিতা-মাতার তথ্য।
৫. স্থায়ী ও বর্তমান ঠিকানা।
শিশুর নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন ফরম পূরণ ৪৫ দিনের মধ্যে করিয়ে নিন । বিভিন্ন অসুবিধার কারণে ৪৫ দিনের মধ্যে না করতে পারলেও আমার পরামর্শ থাকবে ৫ বছরের মধ্যে করিয়ে নেওয়ার। তা না হলে অনেক ঝামেলা পোহাতে হয় ও অতিরিক্ত ডকুমেন্ট সংযুক্ত করতে হয়।
জন্ম নিবন্ধন নিয়ে আরও তথ্য জানতে নিচে দেখুন।
অনলাইনে নতুন জন্ম নিবন্ধনের আবেদন ফরম পূরণ করর নিয়ম
অনেকেই জানেন না যে অনলাইনে জন্ম নিবন্ধন কোথায় করতে হয় । আমি এই পোস্টে সকল বিষয় বিস্তারিত আলোচনা করলাম ।
বর্তমানে অনলাইনে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করার পুরাতন ওয়েবসাইটটি পরিবর্তন করা হয়েছে। অনলাইনে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করার নতুন লিংক হলো-https://bdris.gov.bd/br/application
এখন নতুন জন্ম নিবন্ধনের আবেদন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ ১. নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন এর জন্য প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সংগ্রহ, যা যা লাগবে
নতুন জন্ম নিবন্ধন আবেদন করার সময় সকল কাগজপত্র সংগ্রহ করে আবেদন করবেন । এতে নতুন জন্ম নিবন্ধন আবেদন এ তথ্য ভুল হবার সম্ভবনা কম থাকবে ও নির্ভুল এবং সঠিক তথ্য প্রদান করতে পারবেন। যে সকল ডকুমেন্ট প্রয়োজন হবে:-
নতুন জন্ম নিবন্ধনের জন্য শিশুর বয়স ০ হতে ৪৫ দিনের মধ্যে হলে:
- জন্ম নিবন্ধন আবেদন করতে ইপিআই টিকা কার্ড
- পিতা-মাতার ডিজিটাল জন্ম নিবন্ধনের ফটোকপি
- পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র ( এনআইডি কার্ড ) এর ফটোকপি
- বাসার হোল্ডিং নম্বর ও হাল সনের হোল্ডিং ট্যাক্স এর রশিদ
- আবেদনকারী / পিতা-মাতার মোবাইল নম্বর
নতুন জন্ম নিবন্ধনের জন্য শিশুর বয়স ৪৬ দিন হতে ৫ বছরের মধ্যে হলে:
- ইপিআই টিকা কার্ড/ স্বাস্থ্য কর্মীর প্রত্যায়ন পত্র (সীল ও স্বাক্ষরসহ)
- পিতা-মাতার ডিজিটাল জন্ম নিবন্ধনের ফটোকপি
- পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র ( এনআইডি কার্ড ) এর ফটোকপি
- বাসার হোল্ডিং নম্বর ও হাল সনের হোল্ডিং ট্যাক্স এর রশিদ
- আবেদনকারী / পিতা-মাতার মোবাইল নম্বর
- নতুন জন্ম নিবন্ধনের আবেদন ফরম জমা দেওয়ার সময় আবেদনকারীর ১ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি
৫ বছরের বেশি শিশু/ব্যাক্তির ক্ষেত্রে
- বয়স প্রমানের ক্ষেত্রে চিকিৎসক কর্তৃক প্রত্যায়ন পত্র (বাংলাদেশ মেডিকেল / ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত এমবিবিএস অথবা তদূর্ধ ডিগ্রীধারী )
- সরকার কর্তৃক পরিচালিত প্রাথীমক শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট
- পিতা-মাতার ডিজিটাল জন্ম নিবন্ধনের ফটোকপি
- পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র ( এনআইডি কার্ড ) এর ফটোকপি
- বাসার হোল্ডিং নম্বর ও হাল সনের হোল্ডিং ট্যাক্স এর রশিদ
- আবেদনকারী / পিতা-মাতার মোবাইল নম্বর
ধাপ ২. আবেদনকারী ব্যাক্তির পরিচিতি ও জন্মস্থানের ঠিকানা


অনলাইনে জন্ম নিবন্ধনের জন্য আবেদন ফরম পূরণ করার জন্য https://bdris.gov.bd/br/application এই লিংকে প্রবেশ করুন । লিংকে প্রবেশ করার পর নিচের মত একটি ছবি আসবে
উপরের ছবিতে দেখানো *জন্মস্থান * স্থায়ী ঠিকানা * বর্তমান ঠিকানা তিনটির মধ্যে যে ঠিকানায় আপনি জন্ম নিবন্ধণ করতে চান সেটি সিলেক্ট করুন। এবং পরবর্তী লিখা বাটুনে ক্লিক করুন ।
এখানে, নামের স্থানে নাম লিখুন । নাম যদি ৩ অংশের হয় তাহলে প্রতম ২ অংশ প্রথম ঘরে ও শেষ অংশ শেষ অংশেল ঘরে। নাম ১ অংশের হলে প্রথশ ঘর ফাকা রেখে শেষ ঘরে লিখুন।
এরপর জন্ম তারিখ, নিজ বিভাগ , জেলা, ডাকঘর, থানা, পৌরসভা/ ইউনিয়ন, ওয়ার্ড পূরণ করুন। * নামের বানান বাংলায় ও ইংরেজীতে দেখে নিবেন সঠিক আছে কি না।
ধাপ ৩. পিতা মাতার তথ্য প্রদান

উপরে পিতার নামের স্থানে পিতার নাম বাংলায় ও ইংরেজীতে স্থানে ইংরেজীতে লিখুন। মাতার নামের স্থানে মাতার নাম বাংলায় ও ইংরেজীতে স্থানে ইংরেজীতে লিখুন।
পিতার জন্ম নিবন্ধন নম্বরের স্থানে জন্ম নিবন্ধন নম্বর ও জাতীয় পরিচয় পত্র নম্বরের স্থানে জাতীয় পরিচয় পত্র নম্বর লিখুন।
মাতার জন্ম নিবন্ধন নম্বরের স্থানে জন্ম নিবন্ধন নম্বর ও জাতীয় পরিচয় পত্র নম্বরের স্থানে জাতীয় পরিচয় পত্র নম্বর লিখুন।
অবশ্যই পিতা-মাতার জন্ম নিবন্ধন ডিজিটাল হতে হবে । যদি পিতা-মাতার জন্ম নিবন্ধন ডিজিটাল না হয় এক্ষেত্রে পূর্বে পিতা-মাতার জন্ম নিবন্ধন ডিজিটাল করতে হবে।
ধাপ৪. স্থায়ী ও বর্তমান ঠিকানা

এখানে কোনটিই নয় বাটনে ক্লিক করুন তাহলে নিচের মত অপশন পাবেন।

জন্মস্থান ও স্থায়ী ঠিকানা একই হলে লাল বক্সে টিক দিন । স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই হলে লাল বক্সে টিক দিন।
ভিন্ন হলে বক্সে লিখে পরবর্তী বাটনে ক্লিক করুন।
ধাপ ৫. জন্ম নিবন্ধন আবেদন কারীর তথ্য

এখানে জন্ম নিবন্ধনের জন্য আবেদন কারী যদি শিশু হয় তাহলে তার জন্য তার পিতা অথবা মাতার বা পরিবারের অন্য সদস্য গার্জিয়ান হিসেবে তথ্য প্রদান করতে হবে । আবেদনকারীর নাম, সম্পর্ক ও ফোন নম্বর দিতে হবে
এছাড়া আপনার জন্ম নিবন্ধনের জন্য আবেদন আপনি নিজেই করতে পারবেন । নিজে করলে নিজ লিখা অপশন টিটে সিলেক্ট করতে হবে ।
সকল তথ্য ঠিক থাকলে পরবর্তী অপশনে ক্লিক করে আপনার জন্ম নিবন্ধন আবেদন টি সম্পূর্ণ করুন।
সফলভাবে সকল কিছু সম্পন্ন হলে জন্ম নিবন্ধন আবেদন টি প্রিন্ট করুন। এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনার আবেদনটি সিটি কর্পোরেশন/ পৌরসভা/ইউনিয়ন পরিষদে জমা দিন।
পরবর্তীতে আপনার জন্ম নিবন্ধনের জন্য আবেদনটি অনুমোদন হয়েছে কি না তা অনলাইনে দেখতে পারবন আথবা অফিসে এসে খোঁজ নিজে পারেন।
জন্ম নিবন্ধন সম্পর্কে প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: জন্ম নিবন্ধন কি দুই বার করা যায় কি না?
উত্তর না জন্ম নিবন্ধন দুই বার করা যায় না। ও জন্ম নিব্ধনের জন্য আবেদন দুই বার করা যায় না সংশোধনের জন্য আবেদন ৪ বার করা যায়।
2 thoughts on “নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন”